অনুপাত ও সমানুপাত

Show Important Question


21) তিন ব্যক্তির বয়সের সমষ্টি 150 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:8:9। তাদের বর্তমান বয়স কত?
A) 45, 50, 55 বছর
B) 40, 45, 50 বছর
C) 50, 55, 60 বছর
D) 35, 40, 45 বছর

22) একটি ক্রিকেট খেলায় C ছয় রান বেশি করলে A, B ও C এর রানের অনুপাত হয় 7:10:9 । যদি তিনজনের প্রকৃত রানের গড় 102 হয় তবে B কত রান করেছিল?
A) 84
B) 108
C) 102
D) 120

23) তিনজন ব্যক্তি P,Q ও R ব্যবসার লভ্যাংশ এমন করে ভাগ করে নিল যাতে করে P -এর লভ্যাংশের 6 গুন, Q -এর লভ্যাংশের চারগুন এর সমান হয় এবং R লভ্যাংশের 12 গুণের সমান হয় । P,Q ও R লভ্যাংশের অনুপাত কত ?
A) 5:2:5
B) 5:6:15
C) 6:5:2
D) 2:3:1

24) যদি A:B=3:4 এবং B:C=8:9 হয় তাহলে A:B:C=?
A) 8:6:9
B) 9:8:6
C) 6:8:9
D) 3:32:9

25) সুধা এবং রাধার আয়ের অনুপাত 6:7 । প্রত্যেকের আয় যদি 3000 টাকা করে বৃদ্ধি পায় তাহলে তাদের আয়ের অনুপাত হয় 8:9 । রাধার আয় কত ?
A) 10500 টাকা
B) 10000 টাকা
C) 11000 টাকা
D) 12500 টাকা

26) কোন লাইব্রেরীতে গল্পের বই এবং অন্যান্য বইয়ের অনুপাত 4: 5 । লাইব্রেরীতে মোট 900 টি গল্পের বই আছে । যদি আরো কিছু গল্পের বই ক্রয় করা হয় এখন গল্পের বই ও অন্যান্য বই এর অনুপাত হয় 8:9 । কতগুলি নতুন গল্পের বই ক্রয় করা হলো ?
A) 140
B) 100
C) 120
D) 130

27) একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ঐ বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত?
A) 1:√π
B) π:1
C) 1:π
D) √π:1

28) 60 : 15 :: * : 1/4 , Find * / 60 : 15 :: * : 1/4 । * -এর মান কত ?
A) 1.1
B) 2.1
C) 1
D) 0.1

29) B, A -এর তুলনায় 14 বছরের বড় । 8 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 68 বছর । 7 বছর পরে A ও B –এর বয়সের অনুপাত কত হবে ?
A) 2:3
B) 3:4
C) 4:5
D) 5:7

30) A এবং B এর আয়ের অনুপাত 5 : 4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3: 2 ; বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে A এর আয় কত ?
A) 3400 টাকা
B) 3600 টাকা
C) 4000 টাকা
D) 4400 টাকা

31) দুটি সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ : ৫ হলে সংখ্যাদ্বয় কত?
A) ২৩১, ১৬৫
B) ২২৩, ১১৬
C) ২২২, ১২০
D) ১৯০, ১২৪

32) তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩ : ৫ : ৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে-
A) ১২০, ২৩০, ৪০০
B) ১৩০, ২৮০, ৩৪০
C) ১৫০, ২৫০, ৩৫০
D) ২০০, ২৫০, ৩০০

33) 1000 টাকা A ও B 1:4 অনুপাতে ভাগ করে নেয়। B এর অংশ সে তার মা ও মেয়ের মধ্যে 2 : 1 : 1 অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
A) 100 টাকা
B) 400 টাকা
C) 200 টাকা
D) 800 টাকা

34) একটি পাত্রে লাল ও সবুজ বলের অনুপাত 3 : 1। যদি পাত্রে শুধু এই দুই রকমের বল থাকে, তবে নিচের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারেনা?
A) 96
B) 80
C) 72
D) 54

35) একটি ত্রিভুজের বাহুগুলোর মাপের অনুপাত 5 : 6 : 7। এর পরিসীমা 198 সেমি হলে দীর্ঘতম বাহুর মাপ কত?
A) 44 সেমি
B) 55 সেমি
C) 66 সেমি
D) 77 সেমি

36) দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
A) ১৫
B) ১৮
C) ১২
D) ১০

37) দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
A) ৭ ও ১১
B) ১২ ও ১৮
C) ১০ ও ২৪
D) ১০ ও ১৬

38) ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ-এর মূলধনের অনুপাত ২ : ৩ : ৫ হয়, তবে ক কত লভ্যাংশ পাবে?
A) ৪৮০ টাকা
B) ১৮০ টাকা
C) ২৪০ টাকা
D) ২৮০ টাকা

39) তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4 : 5 , দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5: 6 , প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কী কী?
A) 20, 40, 120
B) 40, 50 ,60
C) 40, 20, 60
D) 80, 50, 30

40) কিছু টাকা A, B, C-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে A, B-এর দ্বিগুণ টাকা এবং B, C-এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত?
A) 1:2:4
B) 1:4:1
C) 8:4:1
D) 2:4:1